Speech

সভাপতির বাণী

শাহিনা আক্তার

সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার

সভাপতি মহোদয়ার বাণী শিক্ষা জাতির মেরুদণ্ড—এই মহান দর্শনের আলোকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আধুনিক সমাজ গঠনে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানের কেন্দ্র নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, প্রযুক্তি ও মানবিক গুণাবলির বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এই বিদ্যালয় তার ঐতিহ্য ও গৌরব ধরে রেখে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে—এটি অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান এক অনন্য উচ্চতায় পৌঁছাবে ইনশাআল্লাহ। বর্তমান প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনে শিক্ষা-প্রযুক্তির সমন্বয়ে বিদ্যালয়টিকে আরও আধুনিক, কার্যকর ও ছাত্রবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী যেন নৈতিক, মানবিক ও আত্মবিশ্বাসী এক নাগরিক হয়ে সমাজে অবদান রাখতে পারে—সেই দিকনির্দেশনাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষকেরা শুধু পঠিত বিষয় শেখাবেন না, বরং একজন ভালো মানুষ হয়ে উঠার জন্য প্রেরণাও জোগাবেন—এটাই হোক আমাদের অঙ্গীকার। "পড় তোমার প্রভুর নামে"—এই পবিত্র বাণীকে সামনে রেখে আমরা যেন আলোকিত মানুষ গড়ার কারখানা হিসেবে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে পারি, এটাই আমার প্রত্যাশা। সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আসুন, সবাই মিলে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি। শুভ কামনায়, শাহিনা আক্তার সভাপতি সিরাজদিখান উচ্চ বিদ্যালয় উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান